১০ হাজার ভক্তের সমাগম "উৎসাহ উৎসব" অনুষ্ঠানে।


গত ২রা ফেব্রুয়ারি রোজ শনিবার ২০১৯ইং তারিখ টি ছিল আমুবাগানের ভক্তদের জন্য স্মরণীয় একটি দিন।ভক্তিবৃক্ষ প্রচার বিভাগ,হবিগঞ্জের উদ্যেগে আমু বাগান,চুনারুঘাটে অনুষ্ঠিত হয়ে গেল দশ হাজার ভক্তের সমাগমে এক বিশাল ভাগতীয় অনুষ্ঠান " উৎসাহ উৎসব "।
উক্ত অনুষ্ঠানে মনোমুগ্ধকর শ্রীভাগবতীয় কথা আলোচনা করেন শ্রীপাদ বেণুধারী দাস বহ্মচারী প্রভু ( সহ-পরিচালক সংকীর্তন বিভাগ শ্রীধাম মায়াপুর,ভারত। ) 
বাগানের ভক্তদের জন্য বিশেষ আশির্বাদ সরূপ আলোচনা প্রদান করেন শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী ( সাধারণ সম্পাদক,ইসকন,বাংলাদেশ )শ্রীপাদ নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী (সহ-সভাপতি,ইসকন,বাংলাদেশ) শ্রীপাদ জগৎ গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী ( যুগ্ম সম্পাদক, ইসকন বাংলাদেশ)সার্বিক তত্তাবধানে ছিলেন শ্রীপাদ ঔদার্য্য গৌর দাস ব্রহ্মচারী ( অধ্যক্ষ,শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দির,ইসকন,হবিগন্জ)উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীপাদ দয়াময় হলধর দাস ব্রহ্মচারী ( পরিচালক,ভক্তিবৃক্ষ প্রচার বিভাগ,হবিগন্জ )
বিকাল ৩ ঘটিকায় কীর্তন মেলা পরিবেশন করেন  শ্রীপাদ নিত্যতুষ্ট গোপ দাস প্রভু।
সন্ধ্যায় তুলসী আরতি ও গৌর আরতি পরিবেশন করা হয়।( স্থানীয় ভক্তিবৃক্ষের ভক্তবৃন্দ)  বৈদিক নৃত্য ও বৈদিক নাটক "চৈতন্য চন্দ্রের দয়া " (পরিবেশন করা হয়। পরিচালনায়ঃ সখা কনাই দাস।)
পরিশেষে মহাপ্রসাদ বিতরন করা হয়

No comments

Powered by Blogger.